“আমার চোখে পীরগঞ্জ ৫১১০” হলো একটি অনলাইন ভিডিও প্রতিযোগিতা, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রিয় শেকড় পীরগঞ্জ উপজেলার মনোমুগ্ধকর সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরব। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো পীরগঞ্জকে ক্যামেরার লেন্সের মাধ্যমে নিজের মতো করে মৌলিকভাবে জনসাধারণ ও তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা। আপনি আপনার ভিডিওতে পীরগঞ্জের কোনো ঐতিহাসিক আকর্ষণীয় স্থান, মানুষের জীবনযাত্রা, ঐতিহ্য, সংস্কৃতি কিংবা পীরগঞ্জের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আপনার স্বপ্ন বা পরিকল্পনা তুলে ধরতে পারেন। অংশগ্রহণের জন্য আপনার ভিডিও হতে পারে: পীরগঞ্জের বিভিন্ন স্থান নিয়ে তথ্যভিত্তিক আকর্ষণীয় ভিডিও। পীরগঞ্জের সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর গান, নাচ বা কবিতা আবৃত্তির ভিডিও। আপনার চোখে পীরগঞ্জকে আধুনিক ও উন্নত করার স্বপ্ন ও পরিকল্পনার তথ্যসম্বলিত ভিডিও। পীরগঞ্জের গণমানুষের জীবন যাত্রার গল্প ও জীবনের বাস্তবতা ভিত্তিক ভিডিও। আপনার চোখে দেখা পীরগঞ্জকে আপনার মতো করে ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
অংশগ্রহণের নিয়মাবলিঃ
ভিডিও অবশ্যই নিজস্বভাবে ধারণ করতে হবে।
নিজের ভয়েস অথবা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করতে হবে।
ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ০৪ মিনিট পর্যন্ত গ্রহণযোগ্য।
ভিডিওর সাইজ হতে হবে ১৬ঃ৯ অনুপাত।
ভিডিওতে ঘৃণা, সহিংসতা, বিভাজন, বা অশ্লীল কোনো বিষয় থাকলে তা বাতিল বলে গণ্য হবে।
ধর্ম অথবা রাজনৈতিক নিয়ে ভিডিও করা যাবে না।
পীরগঞ্জ ব্যাতিত অন্যকোনো থানার বা স্থান নিয়ে করা ভিডিও গ্রহণ যোগ্য নয়।
অংশগ্রহণকারীকে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
ভিডিও জমা দেওয়ার নিয়মাবলিঃ
ভিডিও সম্পূর্ণ করে Cultural Society of Pirganj এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে নিজের ব্যাক্তিগত আইডি থেকে পোষ্ট করতে হবে, সাথে ক্যাপশন যুক্ত করে। নিজের আপলোডকৃত ভিডিও টি শেয়ার করতে হবে বন্ধু-বান্ধবদের মাঝে।
ভিডিও মূল্যায়ন পদ্ধতিঃ
Cultural Society of Pirganj এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোষ্ট করা ভিডিওগুলোর উপরে সর্বোচ্চ পাবলিক রিয়েকশনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০টি ভিডিও প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। নির্বাচিত ১০টি ভিডিও থেকে জাজ প্যানেল চূড়ান্তভাবে সেরা ০৫টি ভিডিও নির্বাচন করবেন।
বিশেষ সম্মাননাঃ
Best Female Content Creator ক্যাটাগরিতে একজন নারী ভিডিও নির্মাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
বিজয়ী পুরস্কারঃ
পাবলিক রিয়েকশনের ভিত্তিতে নির্বাচিত ১০ জন বিজয়ীকেই পুরস্কৃত করা হবে, যার মধ্যে সেরা ০৫ জনকে প্রদান করা হবে বিশেষ আকর্ষণীয় পুরস্কার ও সম্মানসূচক উত্তরীয়।
রেজিষ্ট্রেশন করার শেষ তারিখ- ১৭ই আগষ্ট ২০২৫ইং।
ভিডিও জমা দানের শেষ তারিখ- ২৫ই আগষ্ট ২০২৫ইং।
তোমার ক্যামেরায়, তোমার চোখে, আমাদের পীরগঞ্জ।
বিস্তারিত জানতে চোখ রাখুন Cultural Society of Pirganj অথবা Youth16 এর অফিসিয়াল ফেসবুক পেজে।
আয়োজনে- Cultural Society of Pirganj
সার্বিক সহযোগিতায়- Youth16 | NYS CLUB | M/S.Emon Steel